ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

লালমনিরহাটে পুলিশসহ ৩ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি | লালমনিরহাট | প্রকাশিত: ১০:৫৪ পিএম, ২৬ মে ২০২০

লালমনিরহাটের সহকারী পুলিশ সুপার তাপস সরকারের বডিগার্ডসহ নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) রাত সাড়ে ৮টায় লালমনিরহাটের সিভিল সার্জন ডা. নির্মলেন্দু রায় এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন সূত্রে, লালমনিরহাটে নতুন করে আরও ৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন। নতুন আক্রান্ত ৩ জনের মধ্যে লালমনিরহাটের হাতীবান্ধার সহকারী পুলিশ সুপার তাপস সরকারের বডিগার্ড (৩৬), কালীগঞ্জ উপজেলার একজন ব্র্যাক কর্মী (৪০) ও একজন কাঠমিস্ত্রি (৫০) বয়সের রয়েছেন।

এ নিয়ে লালমনিরহাট জেলায় করোনায় মোট আক্রান্ত ৩২ জন। এর মধ্যে সুস্থ হয়ে ৫ জন বাড়ি ফিরে গেছেন।

এমআরএম