ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে করোনা আক্রান্ত বেড়ে ৫৩

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৫:২৬ পিএম, ২৬ মে ২০২০

নাটোরে আরও একজন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। মঙ্গলবার (২৬ মে) জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে বিষয়টি জানানো হয়। এ নিয়ে জেলায় করোনা রোগীর সংখ্যা ৫৩ জনে দাঁড়াল।

নাটোর সিভিল সার্জন অফিস সূত্র জানায়, মঙ্গলবার নতুন করে একজন করোনা রোগী শনাক্ত হয়েছেন। শনাক্তকৃত রোগী বড়াইগ্রাম উপজেলার আহমেদপুর এলাকার বাসিন্দা। সোমবার দিবাগত রাত ১টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ভাইরোলজি বিভাগ থেকে বিষয়টি জানানো হয়েছে।

নাটোরের সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান বলেন, আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে নেয়া হয়েছে। তার বাড়ি লকডাউন করা হয়েছে। তার সংস্পর্শে যারা এসেছিলেন তাদের নমুনা সংগ্রহের কাজ চলছে।

রেজাউল করিম রেজা/এএম/এমএস