ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

শামসুদ্দিন আহমদ হাসপাতালে ফলমূল নিয়ে হাজির সেলিনা মোমেন

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৬:০৩ পিএম, ২৫ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে চিকিৎসাধীন রোগী ও তাদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের জন্য ভিটামিন-সি যুক্ত ফল উপহার পাঠিয়েছেন সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সহধর্মিণী সেলিনা মোমেন।

সোমবার পবিত্র ঈদুল ফিতরের দিন দুপুরে ফলগুলো হস্তান্তর করা হয় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. ইউনুছুর রহমানের কাছে।

পররাষ্ট্রমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তা শফিউল আলম জুয়েল কোয়ারান্টাইনে থাকা সেলিনা মোমেনের পক্ষে বাংলাদেশ নার্সেস এসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক ফলগুলো হস্তান্তর করেন।

এসময় উপস্থিত ছিলেন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায়, শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র, শামসুদ্দিন আহমদ হাসপাতালের সেবা তত্ত্বাবধায়ক নিহারী রানী দাস, বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ শাখার যুগ্ম সাধারণ সম্পাদক মো. সুলেমান আহমদ প্রমুখ।

সেলিনা মোমেনের এ উদ্যোগকে স্বাগত জানিয়ে ব্রিগেডিয়ার ইউনুছুর রহমান বলেন, আক্রান্ত রোগী ও কর্মরত চিকিৎসক, নার্সদের খোঁজখবর নেয়া ও পুষ্টিকর ফল উপহার তাদের মনবল আরও বাড়াবে।

বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল শাখার সাধারণ সম্পাদক ইসরাইল আলী সাদেক বলেন, আমাদের অভিভাবক পররাষ্ট্রমন্ত্রী ও তার সহধর্মিণীর প্রতিটি কার্যক্রম প্রশংসনীয়। পবিত্র ঈদের দিনে আক্রান্ত রোগী ও কর্মরত চিকিৎসক, নার্সদের পাশে দাঁড়িয়ে এটা প্রমাণ করলেন তারা এ মহামারির সময়ে সবার পাশেই আছেন। আমি তাদের প্রতি কৃতজ্ঞতা জানাই।

ছামির মাহমুদ/এমএএস/পিআর