ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বাড়িতে থেকে ৬ পুলিশের করোনাজয়

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ২৪ মে ২০২০

নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের ছয় সদস্য করোনা জয় করেছেন। করোনাজয়ী পুলিশ সদস্যদের ফুল ও ঈদ উপহার দিয়ে বরণ করে নিয়েছেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান।

রোববার (২৪ মে) বিকেলে থানার সামনে তাদের বরণ করে নেয়া হয়। এ সময় উপস্থিত ছিলেন রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) জসিম উদ্দিন।

করোনাজয়ী পুলিশ সদস্যরা হলেন রূপগঞ্জ থানা পুলিশের পরিদর্শক (অপারেশন) মামুন, কনস্টেবল বাতেন, জজ মিয়া, আবু সাইদ, মনিরুজ্জামান ও রহমান।

রূপগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, ১১ মে রূপগঞ্জ থানার পরিদর্শক মামুনসহ নয় পুলিশ কর্মকর্তার করোনা পজিটিভ আসে। পরে তারা বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চিকিৎসা নেন। চিকিৎসা শেষে তাদের নমুনা পুনরায় পরীক্ষা করা হলে ফলাফল নেগেটিভ আসে। স্বাস্থ্যবিধি মেনে চললে করোনাজয় করা সম্ভব। করোনাভাইরাসে আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চললে দ্রুত করোনামুক্ত হওয়া সম্ভব।

মীর আব্দুল আলীম/এএম/এমএস