ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

জামালপুরে বাল্যবিয়ে বন্ধ : বরকে জরিমানা

প্রকাশিত: ০৯:১৭ এএম, ২০ অক্টোবর ২০১৫

জামালপুরে বাল্যবিয়ে বন্ধ করে দিয়ে বিয়ের আসর থেকে বরকে আটক করেছে পুলিশ। পরে বাল্যবিয়ে করতে যাওয়ার অপরাধে বর রিপন মিয়াকে এক হাজার টাকা জরিমানা অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার রাত সাড়ে ১০টায় সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিকিরপুর গ্রামের এ ঘটনা ঘটে।

জানা যায়, সদর উপজেলার রশিদপুর ইউনিয়নের মিকিরপুর গ্রামের ময়নাল হকের মেয়ে জেসমিন আক্তারের (১৬) সঙ্গে একই ইউনিয়নের নয়াপাড়া গ্রামের জব্বার আলীর ছেলে রিপন মিয়ার (২১) বিয়ে ঠিক হয়। বিয়ের ধার্যকৃত তারিখ অনুযায়ী সোমবার রাতে বিয়ের আয়োজন চলছিল। এসময় বাল্যবিয়ে হচ্ছে এমন খবর পেয়ে নারায়নপুর তদন্ত কেন্দ্রের পুলিশ ওই বিয়ে বাড়িতে অভিযান চালিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেয় এবং বিয়ের আসর থেকে বর রিপন মিয়াকে আটক করে।

পরে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে অভিযোগ প্রমাণিত হওয়ায় রিপন মিয়াকে এক হাজার টাকা জরিমান অনাদায়ে সাত দিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. গোলাম কিবরিয়া। এসময় ভুল স্বীকার করে মুচলেকাসহ জরিমানা পরিশোধ করায় বর রিপন মিয়াকে ছেড়ে দেয়া হয়। নারায়নপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ মুহাম্মদ মহব্বত কবীর ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

শুভ্র মেহেদী/এমজেড/আরআইপি