ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে করোনায় আরও এক বৃদ্ধের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০৭:৪৭ পিএম, ২৪ মে ২০২০

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আইসোলেশন সেন্টারে করোনায় আক্রান্ত আরও এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (২৪ মে) সকালে তার মৃত্যু হয়। শনিবারও করোনা ভাইরাসে এক বৃদ্ধের মৃত্যু হয়।

সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসক (আরএমও) ডা. সুশান্ত কুমার মহাপাত্র বিকেলে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, মারা যাওয়া বাবুল খান (৬০) সিলেট মহানগরের বাসিন্দা। গত ১৯ মে করোনা আক্রান্ত হয়ে তিনি হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারে ভর্তি হয়েছিলেন।

এনিয়ে এখন পর্যন্ত জেলায় করোনায় মারা গেছেন ১৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ১৬২ জন। হাসপাতালে ভর্তি আছেন ১৮৪ জন করোনা আক্রান্ত রোগী।

গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনা আক্রান্ত হয়েছেন ৩৫ জন। এখন পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন মোট ৬৩৭ জন। এদের মধ্যে সুনামগঞ্জে ৯৫ জন, হবিগঞ্জে ১৫৯ জন ও মৌলভীবাজার জেলায় ৮৯ জন। সিলেট জেলায় মোট আক্রান্ত ২৯৪ জন।

এছাড়া এ বিভাগে মোট ১ হাজার ২৮০ জন কোয়ারেন্টাইনে রয়েছেন। এর মধ্যে সিলেট জেলায় ৩৭১ জন, সুনামগঞ্জে ৩৮৬ জন, হবিগঞ্জে ১৭৫ জন ও মৌলভীবাজার জেলায় ৩৪৮ জন। আর গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনের আওতায় আনা হয়েছে ১৭৫ জনকে। কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৭৪ জন।

ছামির মাহমুদ/এফএ/এমএস