সুনামগঞ্জে দুই পুলিশসহ আরও ৬ জনের করোনা শনাক্ত
সুনামগঞ্জে আরও দুই পুলিশ সদস্যসহ ৬ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। শনিবার (২৩ মে) সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পিসিআর ল্যাবে ৯১টি নমুনা পরীক্ষার পর ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত সংখ্যা দাঁড়ালো ৯৯ জনে।
জানা গেছে, সুনামগঞ্জ পুলিশ লাইন্সের নতুন করে আরও দুই পুলিশ সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। এছাড়া তাহিরপুর উপজেলায় একজন ও ছাতক উপজেলায় তিনজন করোনা আক্রান্ত হয়েছেন।
সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. মো. শামস উদ্দিন জানান, নতুন করে করোনা আক্রান্ত দুই পুলিশকে সদস্য জেলা শহরের ওয়েজখালীর পুলিশ লাইন্স হাসপাতালে আইসোলেশনে নেয়া হবে। অন্যদেরও আইসোলেশনে নিয়ে আসা হবে।
উল্লেখ্য, গত মাসের ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। শনিবার পর্যন্ত যার সংখ্যা বেড়ে ৯৯ জনে দাঁড়ালো।
মোসাইদ রাহাত/এমএসএইচ