ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সিলেটে আইসোলেশন সেন্টারের চিকিৎসক করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক | সিলেট | প্রকাশিত: ০২:৪৩ পিএম, ২৩ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টারের এক চিকিৎসক। শনিবার (২৩ মে) সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদফতরের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। আক্রান্ত ওই চিকিৎসক হাসপাতালের সার্জারি বিশেষজ্ঞ বলে জানা গেছে।

ডা. আনিসুর রহমান বলেন, শুক্রবার রাতে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের সার্জারি বিভাগের এক চিকিৎসকের রিপোর্টে করোনা পজিটিভ এসেছে। আক্রান্ত ওই চিকিৎসকের বাড়ি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বরে।

এদিকে স্বাস্থ্য বিভাগ সিলেটের বিভাগীয় পরিচালক ডা. রাজিয়া সুলতানা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে শনিবার দুপুরে বলা হয়, সিলেট বিভাগে করোনাভাইরাসে এ পর্যন্ত সর্বমোট আক্রান্ত হয়েছেন ৬০২ জন। আর গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ৩৯ জন। এর মধ্যে সিলেট জেলায় ২৭৪ জন, সুনামগঞ্জে ৮৯ জন, হবিগঞ্জে ১৫৬ জন ও মৌলভীবাজার জেলায় আক্রান্ত হয়েছেন ৮৩জন।

এ পর্যন্ত মারা গেছেন ১২ জন আর সুস্থ বাড়ি ফিরে গেছেন ১৫৯ জন। হাসপাতালে ভর্তি হয়ে চিকিৎসাধীন আছেন ১৭৭ জন।

সিলেট বিভাগে মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ১ হাজার ১৭৭ জন। গত ২৪ ঘণ্টায় কোয়ারেন্টাইনে গেছেন ১০৫ জন। এছাড়া কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৩ জন।

ছামির মাহমুদ/এফএ/পিআর