ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নবাবগঞ্জে নতুন দুই করোনা রোগী শনাক্ত

জাগো নিউজ ডেস্ক | প্রকাশিত: ০৩:২২ পিএম, ২২ মে ২০২০

ঢাকার নবাবগঞ্জ উপজেলায় একদিনে ১৮ বছরের এক তরুণসহ ৩৮ বছরের আরও একব্যক্তি করোনাভাইরাসে সংক্রমিত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৭ জনে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আটজন।

শুক্রবার (২২ মে) সকাল ১০টায় বিষয়টি নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার (রোগ নিয়ন্ত্রণ) ডা. হরগোবিন্দ সরকার অনুপ জানান, বৃহস্পতিবার (২১ মে) মধ্যরাতে পাওয়া পরীক্ষার ফলাফলে এই দুই ব্যক্তির করোনার বিষয়টি নিশ্চিত হওয়া গেছে।

আক্রান্তদের একজন উপজেলার কলোকোপা ইউনিয়নের বাগমারা গ্রামে ভাড়া বাসায় থেকে একটি ওষুধ কোম্পানিতে চাকরি করেন। অপরজন শিকারিপাড়া ইউনিয়নের দাউতপুর গ্রামের এক তরুণ।

নতুন আক্রান্তদের চিকিৎসার বিষয়ে সিদ্ধান্ত প্রক্রিয়াধীন রয়েছে জানিয়ে এই স্বাস্থ্য কর্মকর্তা বলেন, সংক্রমণের ঝুঁকি এড়াতে আক্রান্তদের স্বজনদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়াসহ প্রয়োজনীয় সব পদক্ষেপ নেয়া হচ্ছে।

এসআর/পিআর