নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত ১২
জেলা প্রশাসকের কার্যালয়ের একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ নোয়াখালীতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। এ নিয়ে জেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ২৭৫ জন। শুক্রবার ( ২২ মে) দুপুরে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মো মোমিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, জেলায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন আরও ১২ জন। যার মধ্যে সদর উপজেলার চারজন, বেগমগঞ্জের সাতজন ও চাটখিলের একজন রয়েছেন। জেলায় এ পর্যন্ত তিন হাজার ১১৩ জনের নমুনা পরীক্ষার জন্য প্রেরণ করা হয়েছে। যার মধ্যে দুই হাজার ৫৫২ জনের ফলাফল এসেছে। আইসোলেশনে রয়েছেন ২৪৪ জন। যার মধ্যে কোভিড হাসপাতাল শহীদ ভুলু স্টেডিয়ামে রয়েছেন ১৯ জন। সুস্থ হয়েছেন ২৭ জন।
এদিকে জেলা প্রশাসক তন্ময় দাস তার ফেসবুক পেজে স্ট্যাটাস দিয়ে জেলার প্রধান বাণিজ্য কেন্দ্র চৌমুহনীকে করোনা সংক্রমণের রেড জোন হিসেবে চিহ্নিত করে আগামী ২৩ মে থেকে ৩১ মে পর্যন্ত চৌমুহনী বাজারের সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্তের কথা জানিয়েছেন।
মিজানুর রহমান/আরএআর/জেআইএম