দুর্গাপূজা উদযাপনে মাগুরায় নিশ্ছিদ্র নিরাপত্তা
শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষ্যে মাগুরায় পুলিশ নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। এ উপলক্ষে সোমবার (ষষ্ঠী পূজা) রাতে পুলিশের খুলনা বিভাগের ডিআইজি এসএম মনিরুজ্জামান রাতভর মাগুরার বিভিন্ন পূজা মণ্ডপ পরিদর্শন করেন।
এসময় তার সঙ্গে মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ, অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম, সহকারী পুলিশ সুপার সুদর্শন কুমার রায়, জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট প্রদুৎ কুমার সিংহ, সাধারণ সম্পাদক বাসুদেব কুণ্ডুসহ কমিটির অন্যান্যরা নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
পুলিশের খুলনা বিভাগের ডিআইজি এসএম মনিরুজ্জামান জাগো নিউজকে বলেন, অন্যান্য বছরের ন্যায় এবারও মাগুরায় সংখ্যালঘুরা সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে তাদের ধর্ম ও আচার অনুষ্ঠান পালন করতে পারবেন। কিছু মুষ্টিমেয় সন্ত্রাসীদের কাছে পুলিশ হার মানতে পারে না। তিনি এসময় সন্ত্রাসীদের চিহ্নিত করে আইনের আওতায় আনারও পরামর্শ দেন স্থানীয় পুলিশ প্রশাসনকে।
এসময় মাগুরার পুলিশ সুপার একেএম এহসান উল্লাহ সাংবাদিকদের জানান, অন্যান্য বছরের তুলনায় এবছর মাগুরায় বেশি পূজা অনুষ্ঠিত হচ্ছে। ৬১৯টি পূজা মণ্ডপে পুলিশের পাশাপাশি আনসার মোতায়েন রয়েছে। এছাড়া সার্বক্ষণিক গোয়েন্দা (ডিবি) পুলিশ সকল পূজা মণ্ডপগুলো নজরদারি করছে।
মো. আরাফাত হোসেন/এমজেড/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ প্রেমিকের সঙ্গে দেখা করতে এসে সংঘবদ্ধ ধর্ষণের শিকার স্কুলছাত্রী
- ২ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ৩ নির্মাণাধীন ভবনের ছাদ থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৪ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৫ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ