ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় নতুন করে ৫৭ জন করোনায় আক্রান্ত, মৃত্যু ৩

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৮:৩৫ পিএম, ২১ মে ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৫৭ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪২৯ জন। নতুন করে আরও তিনজনের মৃত্যুর পর মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৭ জন। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে কুমিল্লার সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, নতুন করে আক্রান্ত ৫৭ জনের মধ্যে কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় চারজন, দেবিদ্বারে ১২, আদর্শ সদরে ১০, লাকসামে দুইজন, চান্দিনায় ৯, মুরাদনগরে ৯, নাঙ্গলকোটে ৮, বরুড়া, লালমাই ও তিতাস উপজেলায় একজন করে আক্রান্ত ব্যক্তি রয়েছেন। জেলায় এ পর্যন্ত সুস্থ হয়েছেন মোট ৮৩ জন ব্যক্তি।

তিনি আরও জানান, এ পর্যন্ত কুমিল্লা থেকে মোট ৬ হাজার ৯২ জনের নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হয়। এর মধ্যে রিপোর্ট এসেছে ৫ হাজার ৬৬৫ জনের। এতে করোনা পজিটিভ ফলাফল এসেছে মোট ৪২৯ জনের। এ পর্যন্ত করোনা সংক্রমণে মারা গেছেন মোট ১৭ জন।

কামাল উদ্দিন/আরএআর/এমকেএইচ