ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আক্রান্ত নারীর সংস্পর্শে আসা চার স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ০২:২২ পিএম, ২১ মে ২০২০

খাগড়াছড়ির মহালছড়িতে চার স্বাস্থ্যকর্মীসহ আরও ৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এ নিয়ে পাহাড়ি জেলা খাগড়াছড়িতে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১৩ জন।

বিষয়টি নিশ্চিত করে খাগড়াছড়ির সিভিল সার্জন ডা. নুপুর কান্তি দাশ জানান, নতুন করে করোনায় আক্রান্ত ছয়জনের চারজন মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত স্বাস্থ্যকর্মী।

তিনি জানান, মহালছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি অবস্থায় এক নারীকে চিকিৎসা দেয়া হয়। পরে ওই নারীর দেহে করোনা শনাক্ত হয়। করোনা আক্রান্ত ওই নারীর সংস্পর্শে আসাদের নমুনা পরীক্ষায় বুধবার (২০ মে) রাতে ৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। চার স্বাস্থ্যকর্মী ছাড়াও আক্রান্তদের একজন মহালছড়ি বাজারের ফার্মাসিস্ট ও অন্যজন এক স্বাস্থ্যকর্মীর স্ত্রী।

এদিকে ইতিপূর্বে ঢাকা ফেরত মহালছড়ির মনাটেক এলাকার এক বাসিন্দার শরীরে দ্বিতীয় দফা পরীক্ষায় করোনা নেগেটিভ আসলেও তৃতীয় দফায় ফলাফল পজিটিভ এসেছে।

এছাড়া খাগড়াছড়িতে প্রথম করোনায় আক্রান্ত ব্যক্তি সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।

মুজিবুর রহমান ভুইয়া/এফএ/জেআইএম