ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ঢাকা থেকে পঞ্চগড় গিয়ে স্বামী-স্ত্রীসহ তিনজন করোনায় আক্রান্ত

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ১০:২২ পিএম, ২০ মে ২০২০

পঞ্চগড়ে নতুন করে ঢাকাফেরত স্বামী-স্ত্রীসহ আরও তিনজনের করোনা শনাক্ত হয়েছে। তারা সবাই ঢাকাফেরত। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্ত আক্রান্তের সংখ্যা ২৭ জন। এদের মধ্যে সুস্থ হয়েছেন আটজন এবং মৃত্যু হয়েছে একজনের। বুধবার (২০ মে) রাতে সিভিল সার্জন ডা. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ সূত্র জানায়, আক্রান্ত স্বামী (৩৫) ও তার স্ত্রীর (৩০) বাড়ি সদর উপজেলার চাকলাহাট ইউনিয়নের ব্রম্মতল গ্রামে। অপর আক্রান্ত যুবকের (২০) বাড়ি তেঁতুলিয়া উপজেলার দেবনগর ইউনিয়নের কামাতপাড়া গ্রামে। ঢাকা থেকে ফেরার পর স্বামী-স্ত্রীকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল। করোনা শনাক্ত হওয়ার পর তাদের বাড়িসহ আশপাশের কয়েকটি বাড়ি লকডাউন করা হয়। ১৭ মে এদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়।

সিভিল সার্জন ডা. ফজলুর রহমান বলেন, জেলায় এ পর্যন্ত ৮৯৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৮১৫ জনের পরীক্ষার ফলাফলে ২৭ জনের করোনা শনাক্ত হয়েছে।

সফিকুল আলম/এএম/এমকেএইচ