৬০০ পরিবার পেল ভাষাসৈনিক যুগলের ঈদ উপহার
ব্রাহ্মণবাড়িয়ায় করোনাভাইরাস বিপর্যয়ে পড়া ছয় শতাধিক পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করেছে হাসিনা-সামছুল হক ফাউন্ডেশন। ভাষাসৈনিক হাসিনা হক ও তার প্রয়াত স্বামী ভাষাসৈনিক সামছুল হকের নামে এ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করা হয়েছে।
বুধবার (২০ মে) বেলা ১১টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। খাদ্যসামগ্রীর মধ্যে ছিল চাল, ডাল, তেল, চিনি, লবণ, সেমাই ও সাবান।
সামাজিক দূরত্ব বজায় রেখে জেলা প্রশাসক হায়াত উদ-দৌলা খাঁন উপকারভোগী পরিবারের হাতে খাদ্য ও ঈদ উপহার তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর দফতর) আবু সাঈদ ও ব্রাহ্মণবাড়িয়া টেলিভিশন জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মনজুরুল আলম।
আজিজুল সঞ্চয়/এএম/পিআর