ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আবারো ১০ দিনের রিমান্ডে হীরা

প্রকাশিত: ০৬:১৩ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

রংপুরে জাপানি নাগরিক হোশি কুনিও হত্যার ঘটনায় গ্রেফতার হুমাযুন কবীর হীরাকে কোতয়ালী থানায় দায়ের করা অন্য এক হত্যা মামলায় আবারো ১০ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সোমবার রাতে কড়া পুলিশি পাহারায় আদালতে হাজির করে ১০ দিনের রিমান্ড আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

এর আগে হোশি কুনিও হত্যা মামলায় দু’দফায় ১৫ দিন রিমান্ডে থাকেন হীরা। রিমান্ডের বিষয়ে পুলিশ কিছু না জানালেও আদালতের একটি সূত্র হীরাকে পুনরায় ১০ দিনের রিমান্ডে নেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

সূত্র জানায়, নিহত হোশি কুনিওর ব্যবসায়িক অংশীদার হুমায়ুন কবীর হীরাকে প্রথম দফায় ১০ দিনের রিমান্ড শেষে দ্বিতীয় দফায় আরো পাঁচ দিনের রিমান্ডে নেয় পুলিশ। সোমবার তার দ্বিতীয় দফার রিমান্ড শেষ হলে রাত ৮টার দিকে তাকে আদালতে হাজির করে অন্য এক হত্যা মামলায় ১০ দিনের রিমান্ডে নেয় পুলিশ।

উল্লেখ্য, গত ৩ অক্টোবর শনিবার সকাল সাড়ে ১০টায় রংপুরের কাউনিয়া উপজেলার কাচু আলুটারী এলাকায় দুর্বৃত্তদের গুলিতে খুন হন জাপানি নাগরিক হোশি কুনিও। এ ঘটনায় ওই দিনই বিএনপি নেতা রাশেদ-উন-নবী খান বিপ্লব হুমাযুন কবীর হীরাকে আটক করে পুলিশ।

জিতু কবীর/বিএ