চরভদ্রাসনে অদৃশ্য সাপ আতঙ্ক
ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার টিলারচরের কয়েকটি স্থানের বাসিন্দারা অদৃশ্য সাপ অাতঙ্কে দিন কাটাচ্ছেন। দিশেহারা অনেক গ্রামবাসী এই গায়েবি সাপ আতঙ্কে গ্রাম ছেড়েছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, গত কয়েকদিন আগে সাপের কামড়ে এক মহিলার মৃত্যুর পরে ধীরে ধীরে তা এলাকায় আতঙ্ক হিসেবে ছড়িয়ে পরে।
আক্রান্ত সুমি (১৫) জানায়, তার মনে হয়েছে কামড় দিয়েছে তবে সে সাপ দেখেনি। তারপর হতেই মাথাব্যথা বমির লক্ষণ দেখা দেয়। পরে স্থানীয় কবিরাজ দ্বারা ঝাড়ফুক দেয়ার পর সে সুস্থ হয়। প্রায় সব রোগীরই একই সমস্যা। স্থানীয় কয়েকজন কবিরাজ বিনা পয়সায় তাদের চিকিৎসা দিয়ে যাচ্ছেন।
চরভদ্রসন উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আফজাল হোসেন জানান, বিষয়টি জানতে পেরে দ্রত ঘটনা স্থলে যায়। তবে বেশ কয়েকজনকে পরীক্ষা করে কোনো লক্ষণ দেখতে পায়নি বলেও জানান তিনি।
তিনি একে মানসিক সমস্যা বলে অবহিত করেন। এ ব্যাপারে আতঙ্ক হওয়ার কিছু নেই। কেউ এ ধরনের সমস্যায় পড়লে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানান তিনি।
এস এম তরুন/এআরএ/পিআর