ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে একদিনে ২০ জনের করোনাভাইরাস পজিটিভ

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৪:৩৬ পিএম, ১৯ মে ২০২০

গোপালগঞ্জে ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১০৫ জনে।

আক্রান্তদের মধ্যে ৪৪ জন সুস্থ হয়ে হাসপাতাল ছাড়লেও অপর ৬১ জন জেলার বিভিন্ন সরকারি হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছেন।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ২৪ ঘণ্টায় নতুন করে ২০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এর মধ্যে কোটালীপাড়া উপজেলায় ১১ জন, কাশিয়ানিতে পাঁচজন, মুকসুদপুরে তিনজন ও টুঙ্গিপাড়া উপজেলায় একজন।

সিভিল সার্জন বলেন, আক্রান্ত ৬১ জনের মধ্যে ৬০ জন গোপালগঞ্জে ও একজন ঢাকায় চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া আক্রান্তদের বাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। আক্রান্তদের আইসোলেশন ওয়ার্ডে চিকিৎসা দেয়া হচ্ছে।

এস, এম,হুমায়ূন কবীর/এএম/এমএস