ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

মারাই গেলেন করোনায় আক্রান্ত সাবেক ইউপি চেয়ারম্যান

জেলা প্রতিনিধি | পঞ্চগড় | প্রকাশিত: ০২:৪৯ পিএম, ১৯ মে ২০২০

পঞ্চগড়ের বোদায় করোনা আক্রান্ত সেই সাবেক ইউপি চেয়ারম্যান আমিনুর রহমান (৬৫) মারা গেছেন। মঙ্গলবার সকালে রংপুর কোভিড ডেডিকেটেড হাসপাতালের আইসোলেশন ইউনিটে তিনি মারা যান। সিভিল সার্জন ডা. মো. ফজলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেছেন।

আমিনুর রহমানের বাড়ি বোদা উপজেলার সাকোয়া ইউনিয়নের প্রধানপাড়া গ্রামে। তিনি দীর্ঘদিন ধরে কিডনি রোগে আক্রান্ত ছিলেন। নিয়মিত ডায়ালাইসিস করতে হতো। কয়েকদিন আগে ঢাকায় মারা যাওয়া স্ত্রীর লাশ নিয়ে তিনি পরিবারসহ সাকোয়ার বাড়িতে ফেরেন। ১৫ মে ওই পরিবারের চার জনের নমূনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়। রোববার তার শরীরে করোনা সংক্রমণ শনাক্ত হয়।

এরপর তার শারীরিক অবস্থার অবনতি হলে বিশেষ ব্যবস্থায় একটি অ্যাম্বুলেন্সে ঢাকায় পাঠায় স্থানীয় স্বাস্থ্য বিভাগ। কিন্তু সন্তানসহ স্বজনেরা সোমবার গভীর রাতে তাকে ঢাকায় না নিয়ে রংপুর ডেডিকেটেড কোভিড হাসপাতালে রেখেই চলে আসেন।

রংপুর ডেডিকেটেড কোভিড হাসপাতালের চিকিৎসক এসএম নূরুন নবী জানান, তিনি কিডনি সমস্যায় নিয়মিত ডায়ালাইসিস করাতেন। কিন্তু রংপুরে করোনার চিকিৎসা থাকলেও ডায়ালাইসিসের ব্যবস্থা ছিল না। চিকিৎসকরা তাকে ঢাকায় নিতে অনুরোধ করলেও সন্তানদের রাজি করা যায়নি।

সফিকুল আলম/এফএ/এমকেএইচ