ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নাটোরে সবধরনের দোকান বন্ধ হচ্ছে আজ থেকে

জেলা প্রতিনিধি | নাটোর | প্রকাশিত: ০৩:০২ এএম, ১৯ মে ২০২০

নাটোরে নিত্যপ্রয়োজনীয় ও কৃষি পণ্য ছাড়া মঙ্গলবার সকাল থেকে সকল দোকান ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছেন জেলা ম্যাজিস্ট্রেট। নাটোরে একদিনে ৩০ জন করোনায় আক্রান্ত হওয়ার প্রেক্ষিতে এবং জনগণ ও বেশিরভাগ ব্যবসায়ীদের স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব না মানায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার সকাল থেকেই এই নির্দেশ কার্যকর হবে। জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মো. শাহরিয়াজ জানান, জনগণকে সচেতন করার জন্য নানাভাবে আহ্বান জানানো হয়েছে। সীমিত আকারে ব্যবসা প্রতিষ্ঠান খুলে দেয়া হয়েছিল মানুষের একান্ত প্রয়োজনীয় পণ্য ক্রয় ও বিক্রয়ের জন্য।

কিন্তু নাটোর শহরসহ উপজেলা সদর এবং বিভিন্ন স্থানের হাট ও বাজারগুলোতে স্বাস্থ্যবিধি এবং সামাজিক দূরত্ব না মানা এবং উপচেপড়া জনতার ভিড়ের কারণে করোনা সংক্রমণ বৃদ্ধির আশঙ্কা থেকেই আজ সকাল থেকে অন্যন্যা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

তিনি বলেন, এখন থেকে পুলিশ এবং জেলা প্রশাসন আরও কঠোর হবে। সকলকে নির্দেশনা মেনে চলার অনুরোধ জানান তিনি।

রেজাউল করিম রেজা/এমআরএম