ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ভৈরবে করোনা থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন

ভৈরব (কিশোরগঞ্জ) | প্রকাশিত: ০৪:২২ পিএম, ১৮ মে ২০২০

ভৈরবে এ পর্যন্ত করোনাভাইরাস থেকে সুস্থ হয়েছেন ৪৩ জন। এর মধ্যে ১২ জনকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকৃত অনুদানের পাঁচ হাজার টাকার চেক দেয়া হয়েছে। সোমবার (১৮ মে) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা তার কার্যালয়ে ১২ জনের হাতে চেক তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. বুলবুল আহমেদ, ভৈরব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন।

সরকারি সহায়তার চেক পাওয়া ব্যক্তিরা হলেন- ভৈরবের কমলপুর গ্রামের তাওহীদ আহমেদ (২৭), একই এলাকার হালিমা তুজ স্নিগ্ধা (২৩), ভৈরবপুর এলাকার রাজু আহমেদ (২৫), কালিকাপ্রসাদ এলাকার সুমন চন্দ্র সরকার (২২), কমলপুর এলাকার কাজী আবুল হোসেন (৬২) এবং তার মেয়ে নওশীন শর্মিলী নিরা (১৮), আলিয়া বেগম (১৮), ভৈরবপুর এলাকার চিন্ময় সূত্রধর (১১), তিশা (১৯), রুবা আক্তার (১৮), শামিম রহমান জয় (২৪) ও আমিরাতুন্নেছা (১৫ মাস)।

ভৈরবে গতকাল রোববার (১৭ মে) পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৬১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৪৩ জন। এদের মধ্য এসিল্যান্ড, চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীসহ ২২ জন। পুলিশ ১১ জন। সুস্থ ৪৩ জনের মধ্যে সোমবার ১২ জনকে অনুদানের চেক দেয়া হলেও অপর ৩১ জনকে পর্যায়ক্রমে চেক দেয়া হবে।

ভৈরব উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লুবনা ফারজানা বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘোষণাকৃত করোনা থেকে সুস্থ হওয়া ব্যক্তিদের মধ্যে সোমবার ১২ জনকে অনুদানের চেক দেয়া হয়েছে। ভৈরব থেকে প্রথমে ১২ জনের তালিকা পাঠানো হয়েছিল। দ্বিতীয় পর্যায়ে যারা করোনায় আক্রান্ত হয়ে সুস্থ হয়েছেন তাদের তালিকাও পাঠানো হবে। তালিকা অনুযায়ী সুস্থ হওয়া সবাই অনুদান পাবেন। তবে সরকারি কর্মকর্তারা গ্রেড অনুযায়ী কে কত টাকা অনুদান পাবেন তা আমি বলতে পারছি না।

আসাদুজ্জামান ফারুক/এএম/এমএস