ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ছেলেকে হত্যার দায়ে বাবার যাবজ্জীবন

প্রকাশিত: ১২:০৮ পিএম, ১৯ অক্টোবর ২০১৫

ছেলেকে হত্যার দায়ে বাবাকে যাবজ্জীবন এবং ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো ছয় মাসের সশ্রম কারাদণ্ড দিয়েছে পিরোজপুরের একটি আদালত। সোমাবার দুপুরে আসামির উপস্থিতিতে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের হাকিম নাজিমুদ্দৌলা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন আতাহার আলী। তিনি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বিল ডুমুরিয়া গ্রামের মৃত হাশেম আলীর ছেলে।

নথি ও উভয় পক্ষের আইনজীবী সূত্রে জানা যায়, ২০১০ সালের ৪ মার্চ রাতে ছেলে মাসুমকে ঘুমন্ত অবস্থায় তার বাবা গলা কেটে জবাই করে এবং মৃত্যু নিশ্চিত হওয়া পর্যন্ত তাকে কোপাতে থাকে। এ ঘটনায় নিহতের স্ত্রী বাদি হয়ে নাজিরপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। পরবর্তীতে তদন্তকারী কর্মকর্তা আতাহার আলীর বিরুদ্ধে চার্জশিট দাখিল করলে বিজ্ঞ আদালত সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আসামিকে এ দণ্ডাদেশ দেয়।

রাষ্ট্র পক্ষে মামলা পরিচালনা করেন পিপি খান মো. আলাউদ্দিন এবং আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাডভোকেট কানাই লাল বিশ্বাস।

হাসান মামুন/এসএস