সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ
সাতক্ষীরায় ২৪ ঘণ্টায় ২৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। সকলেই ঢাকা থেকে আগত বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। রোববার সন্ধ্যা ৬টায় সিভিল সার্জন কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়ে।
সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত কুমার জানান, ২৩ জন দেবহাটা উপজেলার ও একজন আশাশুনি উপজেলার করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দেবহাটা উপজেলার ২৩ জন ঢাকা থেকে ফিরেছেন। আশাশুনির একজনের বিষয়ে জানা যায়নি এখনও।
তিনি বলেন, এছাড়া করোনা রিপোর্ট পজিটিভ হাতে পাওয়া ব্যক্তিরা এখন কোথায় রয়েছে সেটি নিশ্চিতভাবে বলতে পারছি না। তবে বাড়িতেই থাকার কথা। আমরা তাদের ব্যাপারে খোঁজখবর নিচ্ছি।
আকরামুল ইসলাম/এমএএস/এমকেএইচ