ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কুমিল্লায় করোনায় আরও একজনের মৃত্যু, আক্রান্ত ১৭

জেলা প্রতিনিধি | কুমিল্লা | প্রকাশিত: ০৫:৩৬ পিএম, ১৭ মে ২০২০

কুমিল্লায় গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এ সময় জেলার আদর্শ সদরে একজনের মৃত্যু হয়ছে। রোববার (১৭ মে) দুপুর দেড়টায় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন কুমিল্লা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান।

জেলা সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা যায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ২ জন, আদর্শ সদরে ১ জন, মুরাদনগরে ৪ জন, হোমনায় ১ জন, তিতাসে ১ জন, চান্দিনায় ১ জন, দাউদকান্দিতে ১ জন ও দেবিদ্বারে ৬ জন।

জেলা সিভিল সার্জন ডা. মো. নিয়াতুজ্জামান জানান, এ পর্যন্ত জেলা থেকে নমুনা পাঠানো হয়েছে ৪ হাজার ৯৮৬ জনের এবং রিপোর্ট পাওয়া গেছে ৪ হাজার ৫৮৪ জনের। এরমধ্যে মোট ২৮২ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে এখন পর্যন্ত মারা গেছেন ১২ জন এবং সুস্থ হয়েছেন মোট ৪৯ জন।

কামাল উদ্দিন/এফএ/এমএস