ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেতনের টাকা গরিবদের বিলিয়ে দিলেন তারা

জেলা প্রতিনিধি | ফরিদপুর | প্রকাশিত: ০৪:০৩ পিএম, ১৭ মে ২০২০

এলাকার অসহায় কর্মহীন মানুষের মাঝে বেতনের টাকা বিলিয়ে দিয়েছেন ফরিদপুরের মধুখালী উপজেলা প্রাণিসম্পদ অফিসে কর্মরত কর্মকর্তা-কর্মচারীরা।

একই সঙ্গে বেতনের টাকা দিয়ে দরিদ্রদের মাঝে স্বাস্থ্যসম্মত খাদ্য বিতরণ করা হয়েছে। রোববার (১৭ মে) দুপুরে অফিস চত্বরে এ খাদ্য ও অর্থ বিতরণ করা হয়।

খাদ্য হিসেবে আটা, দুধ, ডিম, তেল, ছোলা, ডাল, চিনি, সেমাই, সাবান এবং নগদ ১০০ টাকা করে অর্ধশতাধিক অসহায় মানুষের মাঝে বিতরণ করা হয়।

খাদ্য ও অর্থ বিতরণকালে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নুরুল্লাহ মোহাম্মদ, মধুখালী উপজেলা চেয়ারম্যান মির্জা মনিরুজ্জামান বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মুরাদুজ্জামান মুরাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা আক্তার মিনা, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রেজাউল হক বকু, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস, কামালদিয়া ইউনিয়ন চেয়ারম্যান মো. হাবিবুল বাশার, প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. মো. আশরাফুল ইসলাম, ডা. মো. শফিকুল ইসলাম, উপ-সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা মো.হাবিবুর রহমান, মো. মিজানুর রহমান, সোহেল রানা, উত্তম বিশ্বাস ও রইচ উদ্দীন।

মধুখালী উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. পৃথ্বীজ কুমার দাস বলেন, দেশে করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে অসহায় মানুষগুলো মানবেতর জীবনযাপন করছেন। তাদের কথা ভেবে আমাদের অফিসের কর্মকর্তা-কর্মচারীদের বেতনের টাকা দিয়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতেই সামান্য সহযোগিতা করলাম। এই সহযোগিতা অব্যাহত থাকবে।

বি কে সিকদার সজল/এএম/এমকেএইচ