বাল্যবিয়ে থেকে রক্ষা পেল শার্শার ২ স্কুলছাত্রী
যশোরের শার্শা উপজেলায় মহিলা বিষয়ক অধিদফতরের হস্তক্ষেপে রোববার রাতে দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়েছে। উপজেলার কাশিপুর ও কন্যাদাহ গ্রামে এই দুই স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ করা হয়।
বাল্যবিয়ে থেকে রক্ষা পাওয়া ছাত্রী দু‘জন হলো, শার্শার কন্যাদাহ গ্রামের হাসানুর রহমানের সপ্তম শ্রেণি পড়ুয়া মেয়ে মুক্তা খাতুন (১৪) এবং একই উপজেলার কাশিপুর গ্রামের রুহুল আমিনের ষষ্ঠ শ্রেণি পড়ুয়া মেয়ে রুমানা আক্তার (১৩)।
উপজেলা মহিলা বিষয়ক অধিদফতরের সহকারী কর্মকর্তা রওশানারা বেগম জাগো নিউজকে জানান, গোপন সংবাদে জানা যায় শার্শার দুই গ্রামে বাল্যবিয়ে হচ্ছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে বিষয়টি জানিয়ে পুলিশের সহযোগিতায় রুমানা ও মুক্তার বাড়িতে গিয়ে তাদের বিয়ে বন্ধ করা হয়। ১৮ বছরের আগে ওই দুই কিশোরীকে বিয়ে না দেয়ার নিশ্চয়তা চেয়ে তাদের অভিভাবকদের কাছ থেকে সম্মতিপত্র লিখে নেয়া হয়।
জামাল হোসেন/এসএস