ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে আইসোলেশনে নারীর মৃত্যু

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৭ মে ২০২০

করোনাভাইরাসের উপসর্গ নিয়ে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশনে তানজিরা বেগম (৫২) এক নারীর মৃত্যু হয়েছে। রোববার (১৭ মে) ভোররাতে তার মৃত্যু হয়। তবে এখনও তার নমুনা পরীক্ষার রিপোর্ট হাতে পায়নি হাসপাতাল কর্তৃপক্ষ। তানজিরা বেগম সদর উপজেলার চৌবাড়িয়া গ্রামের নুর ইসলামের স্ত্রী।

সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. মো. রফিকুল ইসলাম জানান, জ্বর ও শ্বাস কষ্ট নিয়ে চারদিন আগে ওই নারী হাসপাতালে ভর্তি হন। তাকে হাসপাতালের আইসোলশেনে রেখে চিকিৎসা দেয়া হচ্ছিল। তার নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। এরই মধ্যে ভোররাতে তার মৃত্যু হয়।

সাতক্ষীরা সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক মুখপাত্র ডা. জয়ন্ত সরকার বলেন, ওই নারীর নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। দুপুর ২টা পর্যন্ত তার রিপোর্ট হাতে পাওয়া যায়নি। তবে মোবাইল ফোনে জেনেছি, তার রিপোর্ট নেগেটিভ এসেছে।

এদিকে সাতক্ষীরায় করোনার উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সাতজনের মৃত্যু হয়েছে।

আকরামুল ইসলাম/আরএআর/পিআর