ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

পটুয়াখালীতে হোম কোয়ারেন্টাইনে পল্লী চিকিৎসকের মৃত্যু

কুয়াকাটা (পটুয়াখালী) | প্রকাশিত: ০১:০০ পিএম, ১৭ মে ২০২০

পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মহিপুর থানাধীন গোড়াআমখোলাপাড়া গ্রামে হোম কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় ষাটোর্ধ্ব এক পল্লী চিকিৎসকের মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত ৯টার দিকে নিজ বাড়িতে তার মৃত্যু হয়। রাতেই ওই এলাকা লকডাউন করে দিয়েছে প্রশাসন।

কলাপাড়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা চিন্ময় হাওলাদার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সনাতন ধর্মাবলম্বী ওই ব্যক্তি ১০ দিন আগে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলা থেকে পটুয়াখালীর মহিপুরে নিজের বাড়িতে আসেন। তিনি অসুস্থ ছিলেন। এরপর তাকে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়াম্যানের তত্ত্বাবধানে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়। শনিবার রাত ৯টার দিকে তার মৃত্যু হয়। করোনা পরীক্ষার জন্য মৃত ব্যক্তি ও তার সংস্পর্শে আসা সকলের নমুনা সংগ্রহ করে পাঠানো হবে।

ওই ব্যক্তির স্ত্রী জানান, মঠবাড়িয়া থেকে আসার পর তার স্বামীর জ্বর, সর্দি ও কাশি ছিল। তাকে আলাদা ঘরে খাবার দেয়া হতো।

স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আনসার উদ্দিন মোল্লা বলেন, ওই ব্যক্তি একজন পল্লী চিকিৎসক ছিলেন। মঠবাড়িয়া থেকে আসার পর উপজেলা স্বাস্থ্য বিভাগের পরামর্শে তাকে হোম কোয়ারেন্টোনে রাখা হয়। কোয়ারেন্টোনে থাকার ৯ দিনের মাথায় তিনি মারা গেলেন।

মহিপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বলেন, ঘটনার পর পরই ওই এলাকা লকডাউন করা হয়েছে।

কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, মৃত ব্যক্তির নমুনা সংগ্রহের জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে একটি মেডিকেল টিম পাঠানো হয়েছে। করোনা বিধি মেনে ওই ব্যক্তিকে সৎকার করা হয়েছে।

আরএআর/জেআইএম