ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোপালগঞ্জে করোনাভাইরাসে প্রথম এক ব্যক্তির মৃত্যু

জেলা প্রতিনিধি | গোপালগঞ্জ | প্রকাশিত: ০৮:০০ এএম, ১৭ মে ২০২০

গোপালগঞ্জে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম এক ব্যক্তির (৪২) মৃত্যু হয়েছে। শনিবার (১৬ মে) রাত পৌনে ৮টার দিকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে তার মৃত্যু হয়। গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ বিষয়টি নিশ্চিত করেছেন।

মৃত ওই ব্যক্তি শহরের কোর্ট মসজিদ এলাকার বেসরকারি ক্লিনিক মেডিকেয়ারে ওটি সহকারী হিসেবে কাজ করতেন। তিনি গোপালগঞ্জ সদর উপজেলার করপাড়া গ্রামের বাসিন্দা। তবে পরিবার নিয়ে শহরের মারকাজ মহল্লায় বসবাস করতেন।

জানা গেছে, সপ্তাহ খানেক আগে করোনার উপসর্গ দেখা দেয় তার। গত বুধবার (১৩ মে) তার নমুনা পরীক্ষার জন্য নেয়া হয়। বৃহস্পতিবার (১৪ মে) তার করোনা পজিটিভ রিপোর্ট আসে।

গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, মৃত ওই ব্যক্তির মরদেহ দাফনের জন্য গোপালগঞ্জ ইসলামিক ফাউন্ডেশনকে জানানো হয়েছে। তারা নিয়ম অনুযায়ী মরদেহ দাফন করবে।

উল্লেখ্য, গোপালগঞ্জে বর্তমানে করোনা আক্রান্ত রোগীর সংখ্যা ৮১ জন। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪১ জন। এই প্রথম করোনায় আক্রান্ত কোনো রোগী মারা গেলেন।

আরএআর/পিআর