ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

আড়াই মাস ঘরবন্দি থেকেও ত্রাণ পাঠালেন যুক্তরাষ্ট্রপ্রবাসী

কালীগঞ্জ (গাজীপুর) | প্রকাশিত: ০৮:১৮ পিএম, ১৬ মে ২০২০

যুক্তরাষ্ট্রে অনেকের ঘরে করোনা আক্রান্ত রোগী। প্রতিদিনই সেখানে মারা যাচ্ছে মানুষ। দিন দিন দীর্ঘ হচ্ছে লাশের সারি। করোনা আতঙ্কে ঘরবন্দি মানুষ। এ অবস্থায় থেকেও দেশের গরিব মানুষের কথা ভুলে যাননি এক প্রবাসী।

তাই নিজের জন্মস্থান গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নের কয়েকটি গ্রামের অসহায় ও দুস্থদের মুখে হাসি ফোটাতে দুই দফা প্রায় ২৮০ পরিবারের জন্য দিলেন আর্থিক ও খাদ্য সহায়তা। প্রবাসে থেকেও দেশের মানুষের বিপদে এগিয়ে এসেছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসহাক মোল্লা বাবু।

বাংলাদেশেও মহামারি আকার ধারণ করেছে করোনাভাইরাস। বাংলাদেশ সরকারের নির্দেশনা মেনে যারা ঘরে রয়েছেন সেসব কর্মহীন মানুষের সহায়তায় সরকারের পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠান এগিয়ে এসেছে। আবার ব্যক্তি উদ্যোগেও এগিয়ে এসেছেন অনেকে। এরই ধারাবাহিকতায় এগিয়ে এসেছেন প্রবাসী ইসহাক মোল্লা।

শনিবার (১৬ মে) সকালে প্রবাসী ইসহাক মোল্লা বাবুর পক্ষ থেকে উপজেলার রাতকানা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ২০৬ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়। এছাড়া জামালপুর ইউনিয়নের কয়েকটি মসজিদ, মাদরাসা, এতিমখানা এবং বিভিন্ন মসজিদের ইমাম-মুয়াজ্জিনদের আর্থিক সহায়তা দেয়া হয়।

যুক্তরাষ্ট্রপ্রবাসী ইসহাক মোল্লা বাবু বলেন, যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে বসবাস করি আমি। সেখানে প্রায় আড়াই মাস ধরে ঘরবন্দি। তারপরও মা-বাবার পরামর্শে এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির মহিলা বিষয়ক সম্পাদক মেহের আফরোজ চুমকি এমপির আহ্বানে সাড়া দেই। প্রথম ধাপে ৭৪টি ও দ্বিতীয় ধাপে ২০৬ অসহায় ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা দিয়েছি। সেই সঙ্গে মসজিদের ইমাম-মুয়াজ্জিন ও মাদরাসা-এতিমখানায় আর্থিক সহায়তা দিয়েছি। আগামী সপ্তাহে তৃতীয় ধাপে আরও অসহায় ও দুস্থ পরিবারকে আর্থিক সহায়তা দেব।

জামালপুর ইউনিয়নের চেয়ারম্যান মাহাবুবুর রহমান ফারুক বলেন, করোনা পরিস্থিতিতে প্রবাসী ইসহাক মোল্লার উদ্যোগ প্রশংসনীয়। তার মতো সমাজের বিত্তবানরা নিজেস্ব অর্থায়নে স্থানীয় কর্মহীন মানুষগুলোর পাশে এগিয়ে আসা উচিত।

আব্দুর রহমান আরমান/এএম/এমকেএইচ