ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

উপসর্গ না থাকলেও করোনা পজিটিভ সাভার ফেরত গার্মেন্টকর্মীর

জেলা প্রতিনিধি | সাতক্ষীরা | প্রকাশিত: ০৩:৩২ পিএম, ১৬ মে ২০২০

সাতক্ষীরার কলারোয়া উপজেলায় এক গার্মেন্টকর্মীর শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনিবার দুপুর আড়াইটার দিকে পাঠানো ফলাফলে তার বিষয়টি জানা যায়।

ওই গার্মেন্টকর্মী (৩৭) কলারোয়া উপজেলার চন্দনপুর ইউনিয়নের দারকি গ্রামের বাসিন্দা। তিনি সাভারে একটি বাইং হাউজে চাকরি করেন।

গার্মেন্টকর্মী জানান, কাজ বন্ধ থাকায় গত ১০ মে সাভার থেকে স্ত্রীসহ বাড়িতে আসেন। পরবর্তীতে স্ত্রী ও তিনি কলারোয়া স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দিয়ে আসেন। আজ আড়াইটার দিকে মোবাইল ফোনে তাকে জানানো হয় তার করোনা রিপোর্ট পজিটিভ। তবে তার স্ত্রী করোনা নেগেটিভ।

তিনি বলেন, করোনার কোনো উপসর্গই আমার শরীরে নেই। আমি পুরোপুরি সুস্থ। কিভাবে রিপোর্ট পজিটিভ এলো বুঝতে পারছি না।

চন্দনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম বলেন, স্বামী-স্ত্রী বাড়িতে ফেরার পর তাদের বাধ্যতামূলক করোনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তারা সুস্থ দাবি করেছিলেন। স্ত্রীর নেগেটিভ এলেও স্বামীর পজিটিভ রিপোর্ট এসেছে। তাদের বাড়ির আশপাশে ১৫টি বসতি রয়েছে। সেগুলো লকডাউন করার জন্য প্রশাসনকে বলা হবে। ইতোমধ্যে গ্রাম পুলিশকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

কলারোয়া উপজেলা নির্বাহী অফিসার আর.এম সেলিম শাহনেওয়াজ বলেন, কিছুক্ষণ আগেই জেনেছি। ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছি। ওই যুবকের বাড়ির আশপাশের ঘরবাড়ি লকডাউন করা হবে।

এ ব্যাপারে সাতক্ষীরা সিভিল সার্জন ডা. মো. হুসাইন সাফায়াত জানান, কলারোয়ায় এক যুবকের শরীরে করোনা শনাক্ত হয়েছে। নিয়ম অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেয়া হচ্ছে।

আকরামুল ইসলাম/এফএ/এমকেএইচ