ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

নোয়াখালীতে নতুন করে ২২ জন করোনাভাইরাসে আক্রান্ত

জেলা প্রতিনিধি | নোয়াখালী | প্রকাশিত: ০২:০৮ পিএম, ১৬ মে ২০২০

নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ১১৯ জন।

শনিবার (১৬ মে) বেলা ১১টার দিকে নোয়াখালীর সিভিল সার্জন ডা. মোমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ১৪ ও ১৫ মে তাদের নমুনা সংগ্রহ করে পাঠানো হয়। ১৫ মে রাতে তাদের করোনা পজিটিভ রিপোর্ট আসে। আক্রান্তদের মধ্যে বিভিন্ন শ্রেণিপেশার মানুষ রয়েছেন। তাদের মধ্যে ১১ জনকে মাইজদী শহীদ ভুলু স্টেডিয়ামে স্থাপিত অস্থায়ী করোনা হাসপাতালের আইসোলেশনে রাখা হয়েছে। জেলায় করোনা আক্রান্ত ৯৪ জন নিজ নিজ বাড়িতে চিকিৎসা সেবা নিচ্ছেন। ১১ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। তিনজন করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন।

নোয়াখালীতে আক্রান্তের মধ্যে বেগমগঞ্জ উপজেলার ৬১ জন, সদরের ১৬ জন, সোনাইমুড়ীর ১১ জন, চাটখিলের ১১ জন, কবিরহাটের ১২ জন, হাতিয়ার পাঁচজন, কোম্পানীগঞ্জের একজন, সুবর্ণচরের একজন ও সেনবাগ উপজেলারর একজন রয়েছেন।

মিজানুর রহমান/আরএআর/এমএস