বেনাপোলে ৯০ লাখ টাকার নকল তেল জব্দ
ভারত থেকে আমদানি করা প্রায় ৯০ লাখ টাকার নকল দুলহান কেশ তেলের একটি চালান আটক করেছে বেনাপোল শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের কর্মকর্তারা। রোববার বেনাপোল স্থল বন্দরের ১৪ নং শেড থেকে চালানটি আটক করা হয়।
বেনাপোল শুল্ক গোয়েন্দা ও অধিদফতরের উপ-পরিচালক এইচএম শরিফুল হাসান জানান, ঢাকার হাটখোলা রাসেল সেন্টারের আরশান ট্রেড ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান ভারতের কোলকাতার রয়েল ট্রেডার্স থেকে গত ১৩ অক্টোবর বেনাপোল বন্দর দিয়ে ৬ হাজার ৯৪০ দশমিক ৮০ মার্কিন ডলার (বাংলাদেশি টাকায় ৫ লাখ ৪৪ হাজার ১৫৮) মূল্য দেখিয়ে ৯৬৪ কার্টুন (৯২ হাজার ৫৪৪ বোতল) দুলহান কেশ তেল আমদানি করেন এলসির মাধ্যমে। চালানটি খালাস নেয়ার জন্য ১৫ জানুয়ারি বেনাপোল কাস্টমসে বিল অব এন্ট্রি দাখিল করেন ফ্যামিলিয়ার ইন্টারন্যাশনাল নামের একটি সিঅ্যান্ডএফ এজেন্ট।
গোপন সূত্রে খবর পেয়ে শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চালানটি পরীক্ষ নিরীক্ষা করেন। পরবর্তীতে বাজার থেকে দুলহান কেশ তেলের প্যাকেট এনে দেখা যায় আমদানি করা চালানটির পণ্য নকল। আমদানি করা পণ্যের সঙ্গে আসল প্যাকেটের ছবি ও বোতলের কোনো মিল নেই।
তিনি আরো জানান, চালানের কাস্টমস শুল্কায়ন মূল্য বাজার হিসেবে ৮৭ লাখ ৯১ হাজার ৬৮০ টাকা। নকল পণ্য আমদানির জন্য আমদানিকারক ও সিঅ্যান্ডএফ এজেন্টের বিরুদ্ধে বিভাগীয় মামলা করা হবে। পরবর্তী ব্যবস্থা গ্রহণের জন্য নমুনাসহ আটক প্রতিবেদন বেনাপোল কাস্টমস হাউজে জমা দেয়া হয়েছে।
জামাল হোসেন/এসএস/পিআর
সর্বশেষ - দেশজুড়ে
- ১ টিনের কৌটা ভেবে পড়ে থাকা ‘বােমা’য় লাথি, সঙ্গে সঙ্গে বিস্ফোরণ
- ২ নির্মাণাধীন ভবনের ছাদে থেকে পড়ে বিদ্যুতায়িত, দুই শ্রমিকের মৃত্যু
- ৩ খেজুরের রস পান করতে এসে ‘জয় বাংলা’ স্লোগান, গ্রেফতার ১৫
- ৪ কৃষকদল নেতার বিরুদ্ধে জমি দখল ও ভূমিহীনদের উচ্ছেদ চেষ্টার অভিযোগ
- ৫ বুয়েটছাত্র নিহতের ঘটনায় গ্রেফতার তিন আসামি রিমান্ড শেষে কারাগারে