কুমিল্লায় করোনায় আক্রান্ত বেড়ে আড়াইশ ছুঁই ছুঁই
কুমিল্লায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে এখন প্রায় আড়াইশ ছুঁই ছুঁই। শুক্রবার জেলায় নতুন করে আরও ২৮ জন আক্রান্ত হওয়ার খবর জানিয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ।
এদের মধ্যে নগরীতে তিনজন এবং জেলার রেড জোন খ্যাত দেবিদ্বার উপজেলায় স্বামী-স্ত্রী এবং একই পরিবারের পাঁচজনসহ ২৫ জন। এর মধ্যে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্স চালকও রয়েছেন। এ নিয়ে জেলায় আক্রান্ত বেড়ে দাঁড়ালো ২৪৮ জনে।
শুক্রবার দুপুরে এসব তথ্য জানান সিভিল সার্জন ডা. নিয়াতুজ্জামান। তিনি বলেন, এ পর্যন্ত জেলা থেকে সংগ্রহকৃত ৪ হাজার ৪৪৭ জনের নমুনা পাঠানোর পর ৪ হাজার ১৭৬ জনের ফলাফল পাওয়া গেছে। এর মধ্যে মোট পজিটিভ ফলাফল এসেছে ২৪৮ জনের। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪৭ জন এবং মৃত্যু হয়েছে ১০ জনের।
এদিকে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা আহাম্মদ কবীর জানান, এ উপজেলায় আক্রান্তের হার আশঙ্কাজনক হারে বাড়ছে। আক্রান্তের সংখ্যা এরই মধ্যে শতাধিক অতিক্রম করেছে।
তিনি বলেন, শুক্রবার হাতে পাওয়া এ উপজেলার ৫৭টি রিপোটের মধ্যে ২৫ জনের পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে। এদের মধ্যে রেড জোন খ্যাত উপজেলার নবীয়াবাদ গ্রামের রয়েছেন ১০ জন। এছাড়াও উপজেলা সদরের গোমতী আবাসিক এলাকায় একই পরিবারের পাঁচজন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সড়কের কান্তিধারা বাড়িতে ষাটোর্ধ্ব স্বামী-স্ত্রী, দেবিদ্বার থানায় দুজন এবং বারেরা, বড় আলমপুর, ফতেহাবাদ, বল্লভপুর, জীবনপুর গ্রামে একজন করে করোনা আক্রান্ত ব্যক্তি রয়েছেন। আরও পজিটিভ তালিকায় রয়েছেন দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অ্যাম্বুলেন্সচালক।
এ নিয়ে উপজেলায় আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০২ জনে। এদের মধ্যে ইতোমধ্যে ব্যবসায়ী, হোমিও ডাক্তার ও নারীসহ মৃত্যু হয়েছে ৮ জনের। বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আইসোলেশন ইউনিটে ভর্তি আছে ৩ জন এবং বাড়িতে হোম আইসোলেশনে আছে ৯১ জন।
সৌদি আরবে করোনায় কুমিল্লার এক ব্যক্তির মৃত্যু
এদিকে সৌদি আরবে করোনায় আক্রান্ত হয়ে কুমিল্লার চৌদ্দগ্রামের তাজুল ইসলাম নামের এক ব্যক্তি মারা গেছেন। তিনি উপজেলার কনকাপৈত ইউনিয়নের হিঙ্গুলা গ্রামের মজুমদার বাড়ির মনিরুজ্জামান মজুদারের ছেলে।
মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই মেয়ে রেখে যান। ওই ব্যক্তির পারিবারিক সূত্র জানায়, তাজুল ইসলাম কয়েক বছর আগে সৌদি আরবের মদিনায় যান। সেখানে চাকরির অর্থ দিয়ে তার সংসার ভালোই চলছিল। কয়েক দিন আগে করোনায় আক্রান্ত হয়ে তিনি মদিনার একটি হাসপাতালে ভর্তি হন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার মারা গেছেন। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় কাজী এনাম ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী এনামুল হক।
কামাল উদ্দিন/এমএএস/জেআইএম