ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গাংনীতে খুনের ঘটনায় ৫ জনের যাবজ্জীবন

প্রকাশিত: ০৮:৫৮ এএম, ১৯ অক্টোবর ২০১৫

দীর্ঘ ২১ বছর পর মেহেরপুরের গাংনী উপজেলার জালসুকা গ্রামের বহুল আলোচিত তিন খুনের ঘটনায় নুরুজ্জামান নান্টুসহ পাঁচজনের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত। সোমবার দুপুরে বিচারক এ টি এম মুসা এক জনাকীর্ণ আদালতে এ রায় ঘোষণা করেন।

এ মামলার আসামিদের মধ্যে ২৩ জনকে বেকশুর খালাশ দেয়া হয় এবং বাকি তিনজন মারা গেছেন। সাজাপ্রাপ্ত আসামিরা হলেন, চুয়াডাঙ্গা জেলার কয়রাডাঙ্গা গ্রামের নূরুজ্জামান নান্টু (৬৮), মেহেরপুর গাংনী উপজেলার জালসুকা গ্রামের একরামুল মাস্টার (৬৫), ইউনুস আলী (৭০), মাসুদ আলী (৫০) ও আবুল কাশেম (৬৫)। নুরুজ্জামান নান্টু এলাকার শীর্ষ সন্ত্রাসী লাল্টু বাহিনীর প্রধান লাল্টুর ভাই।

উল্লেখ্য, ১৯৯৪ সালের ২৯ আগস্ট রাতে মেহেরপুরের গাংনী উপজেলার জালসুকা গ্রামের মৃত মাহমুদ আলীর ছেলে শওকত মালিথা (৭০), তার ছেলে হেলাল উদ্দিন (৩৪) ও একই গ্রামের তারা চাঁদের ছেলে নূর ইসলাম খুন হন। এ ঘটনায় শওকত মালিথার ছেলে জালাল উদ্দিন বাদী হয়ে গাংনী থানায় মামলা করেন। যার মামলা নং- ৩০/০৮/১৯৯৪। ১৯৯৬ সালের ৩০ এপ্রিল পুলিশ চার্জশিট দেয়ার পর এই মামলার রায় পেতে আরো ১৯ বছর সময় লাগলো।  

আতিকুর রহমান টিটু/এমজেড/পিআর