ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

করোনা ইউনিট থেকে পালিয়ে গেল রোগী

নিজস্ব প্রতিবেদক | বরিশাল | প্রকাশিত: ০৮:০৩ পিএম, ১৫ মে ২০২০

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসোলেশনে থাকা এক যুবক (২২) পালিয়ে গেছেন। এ ঘটনায় হাসপাতাল কর্তৃপক্ষ কোতোয়ালি মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করার প্রস্তুতি নিচ্ছে।

শুক্রবার (১৫ মে) দুপুরে আইসোলেশন ওয়ার্ড থেকে ওই রোগী পালিয়েছেন বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে। পালিয়ে যাওয়া ওই যুবকের বাড়ি পটুয়াখালীর কলাপাড়া উপজেলার তুলাতলী এলাকায়।

বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, জ্বর, সর্দি ও কাশি নিয়ে গত ১২ মে ওই রোগী মেডিকেলের করোনা ইউনিটের আইসোলেশন ওয়ার্ডে ভর্তি হন। তিনি করোনায় আক্রান্ত কিনা তা জানতে নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য ১৩ মে মেডিকেল কলেজের ল্যাবে পাঠানো হয়। আজ (শুক্রবার) রাতে ওই রিপোর্ট হাতে পাওয়ার কথা রয়েছে। এর আগেই তিনি পালিয়ে গেছেন।

হাসপাতালের পরিচালক ডা. এসএম বাকির হোসেন জানান, দুপুরে সেবিকা গিয়ে ওই রোগীর কক্ষ ফাঁকা দেখতে পান। ধারণা করা হচ্ছে এর আগেই ওই রোগী পালিয়েছেন। করোনা ইউনিট থেকে ওই রোগী পালানোর ঘটনায় কোতোয়ালি মডেল থানায় জিডি করার প্রক্রিয়া চলছে।

সাইফ আমীন/এফএ/জেআইএম