ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রথমবারের মতো রাজশাহী নগরীতে করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক | রাজশাহী | প্রকাশিত: ০৭:৪৬ পিএম, ১৫ মে ২০২০

শেষ পর্যন্ত প্রাণঘাতী করোনার সংক্রমণ ধরা পড়লো রাজশাহী নগরীতে। শুক্রবার নগরের উপর ভদ্রা এলাকার ৫০ বছর বয়সী এক নারীর শরীরে করোনা শনাক্ত হয়।

দেশে করোনা ধরা পড়ার পর রাজশাহী নগরীকে সুরক্ষায় জীবাণুনাশক প্রয়োগসহ নানা উদ্যোগ নেয় সিটি করপোরেশন। সময়ের ফেরে সেই কাজ গতি হারায়। এরই মাঝে লকডাউন ভেঙে রাজশাহী নগরীতে আসতে থাকে লোকজন। রোজার শুরু থেকে প্রশাসন কিছুটা নমনীয় হলে বাড়তে থাকে জনসমাগম। ফলে রাজশাহী নগরী আর করোনামুক্ত থাকলো না। দেশে করোনার সংক্রমণ শনাক্ত হওয়ার ৭৮ দিন পর আক্রান্ত হলো রাজশাহী নগরী।

জানা গেছে, শুক্রবার রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবে (রামেক) ৯৪টি নমুনা নিয়ে পরীক্ষা শুরু করা হয়। তবে ত্রুটি থাকায় ৩৮টি নমুনার রিপোর্ট পাওয়া যায়নি। বাকি ৫৬টি নমুনার মধ্যে চারটির রিপোর্ট এসেছে পজিটিভ। ৫২টি নেগেটিভ। নতুন শনাক্ত হওয়া চারজনের মধ্যে তিনজনের বাড়িই নওগাঁ। একজনের বাড়ি রাজশাহী নগরীর উপর ভদ্রা।

এর আগে ১২ এপ্রিল প্রথম করোনা সংক্রমণ ধরা পড়ে রাজশাহী জেলায়। এরপর ১৭ জন শনাক্ত হওয়ার পর ১০ দিন নতুন করে কারো করোনা শনাক্ত হয়নি। তবে বৃহস্পতিবার (১৪ মে) রাজশাহীর বাগমারা উপজেলায় গাজীপুর থেকে আসা এক দম্পত্তির করোনা শনাক্ত হয়। এতে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয় ১৯। কিন্তু পরদিনই শহরে একজন করোনা শনাক্ত হয়ে সংখ্যাটি বেড়ে দাঁড়ালো ২০ জনে। এখন শুধু জেলার চারঘাট ও গোদাগাড়ী উপজেলা করোনামুক্ত থাকলো। রাজশাহীতে করোনায় আক্রান্তদের মধ্যে একজন মারা গেছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে উঠেছেন ছয়জন।

ফেরদৌস সিদ্দিকী/এফএ/জেআইএম