বরিশালে নতুন করে ১০ পুলিশ সদস্যসহ ১২ জনের করোনা শনাক্ত
বরিশালে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০ পুলিশ সদস্যসহ আরও ১২ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। তাদের মধ্যে একজন নারী কনস্টেবলও রয়েছেন। তার বয়স (২২)। বাকি নয়জন পুরুষ পুলিশ সদস্যের বয়স যথাক্রমে ৫৫, ৪৩, ৪০, ৩৪, ২৮, ২৮, ২৩, ২১, ১৯ বছর। এছাড়া আগৈলঝাড়া উপজেলার একজন পুরুষ (৩৫) এবং নগরীর পুরুষ (৪২) এক বাসিন্দার করেোন পজিটিভ পাওয়া গেছে।
বৃহস্পতিবার (১৪ মে) রাতে বরিশাল জেলা প্রশাসনের মিডিয়া সেল থেকে নতুন আক্রান্তদের তথ্য জানানো হয়েছে।
মিডিয়া সেল থেকে আরও জানানো হয়, এ পর্যন্ত জেলায় ২৫ জন নারী এবং ৪৬ জন পুরুষ করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে শূন্য থেকে ২০ বছর বয়স পর্যন্ত আক্রান্ত ৭ জন, ২০ থেকে ৫০ বছর পর্যন্ত আক্রান্ত ৫১ জন, ৫০ থেকে তার ঊর্ধ্বে ১৩ জন।
জেলার ১০ উপজেলার মধ্যে নগরীসহ সদর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা বেশি। সদর উপজেলায় আক্রান্ত রোগীর সংখ্যা ৩৫ জন। এরপর রয়েছে বাবুগঞ্জ উপজেলা। এ উপজেলায় আক্রান্তের সংখ্যা ১২ জন। আক্রান্তের দিক তৃতীয় স্থানে রয়েছে মেহেন্দিগঞ্জ উপজেলা। এ উপজেলায় করোনা শনাক্ত হয়েছে পাঁচজনের। চতুর্থ স্থানে রয়েছে উজিরপুর উপজেলা। এ উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন পাঁচজন। এছাড়া গৌরনদীতে চারজন, হিজলায় তিনজন, বানারীপাড়ায় দুজন, বাকেরগঞ্জ দুজন, আগৈলঝাড়ায় দুজন এবং মুলাদী উপজেলায় একজন করোনা রোগী শনাক্ত হয়েছে।
এদিকে জেলায় স্বাস্থ্য বিভাগে কর্মরত ৯ চিকিৎসক, ছয় নার্স, একজন পরিবার পরিকল্পনা পরিদর্শক, দুজন টেকনোলজিস্টসহ মোট ১৭ জন করোনা আক্রান্ত হয়েছেন। এ পর্যন্ত সুস্থ হয়ে ছাড়পত্র পেয়ে হাসপাতাল ছেড়েছেন ৩৬ জন।
সাইফ আমীন/আরএআর/এমএস