ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বেনাপোল-যশোর সরাসরি নতুন ট্রেন চালু হচ্ছে

প্রকাশিত: ০৭:৫৭ এএম, ১৯ অক্টোবর ২০১৫

বেনাপোল থেকে সরাসরি যশোরে আরেকটি ট্রেন সার্ভিস চালু হচ্ছে। আগামী ২০ অক্টোবর থেকে ট্রেনটি চলাচল করবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র নিশ্চিত করেছে। ওই সূত্রটি আরো জানায়, খুলনা-বেনাপোলের রেলপথে কিছুদিনের মধ্যে আরো একটি আন্তঃনগর ট্রেন চলাচলের চিন্তাভাবনা করছে রেলওয়ে কর্তৃপক্ষের।

যশোর-বেনাপোলের মধ্যে একটি ট্রেন চলাচলের জন্য দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিল বেনাপোলসহ যশোরের বিভিন্ন সংগঠন। সেই দাবিটি আজ বাস্তবায়ন হতে চলেছে। নিম্ন ও মধ্যবিত্ত মানুষের একটি বৃহৎ অংশ অল্প টাকায় স্বাচ্ছন্দে ট্রেনে যাতায়াত করে থাকেন। বেনাপোল-যশোর বাস ভাড়া ৫০ টাকা হলেও ট্রেনের ভাড়া মাত্র ১৭ টাকা।

সূত্র জানায়, বর্তমানে খুলনা-বেনাপোলের মধ্যে একটি কমিউটার ট্রেন চলাচল করছে। এটি সকাল সাতটায় খুলনা হতে ছেড়ে এসে বেনাপোল পৌঁছে সকাল সাড়ে ৯টায়। সেটি এখান থেকে ছেড়ে যেত দুপুর ১২টা ৪৫ মিনিটে। খুলনা-বেনাপোলের মধ্যে কমিউটার ট্রেনের সময়-সূচির কিছুটা পরিবর্তন ঘটছে। এই ট্রেনটি খুলনার উদ্দেশ্যে এখন ছেড়ে যাবে বেলা ১টা ৩০ মিনিটে। তবে খুলনা থেকে ছেড়ে আসার সময়সূচির কোনো পরিবর্তন হয়নি।  

বেনাপোল রেল স্টেশনের স্টেশন মাস্টার সাইদুজ্জামান জাগো নিউজকে জানান, `৯৫/৯৬ আপ-ডাউন` নামে নতুন ওই ট্রেনটি মূলত খুলনা থেকে ছেড়ে আসা ট্রেন। ওই ট্রেনটি নতুন নাম নিয়ে বেনাপোল থেকে যশোরের উদ্দেশ্যে ছেড়ে যাবে সকাল ১০টা ১৫ মিনিটে। যশোর পৌঁছাবে ১১টা ১৫ মিনিটে। ওই ট্রেনটি যশোর থেকে দুপুর ১২টায় বেনাপোলের উদ্দেশ্যে ছেড়ে এসে বেলা ১টায় পৌঁছাবে। এটি আবার বেলা ১টা ৩০ মিনিটে খুলনার উদ্দেশ্যে ছেড়ে যাবে। যশোরে পৌঁছাবে বেলা আড়াইটায়। এরপর থেকে খুলনার উদ্দেশ্যে রওনা হবে বেলা ৩টা ৭ মিনিটে। আর খুলনায় পৌঁছাবে বিকেল ৫টায়। ইতোমধ্যে এ সংক্রান্ত সময়সূচি যশোরসহ বিভিন্ন রেলস্টেশনে টাঙিয়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।

মো. জামাল হোসেন/এমজেড/এমএস