ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

কি‌শোরগ‌ঞ্জে আবারও বাড়ছে ক‌রোনা আক্রা‌ন্তের সংখ্যা

জেলা প্রতিনিধি | কি‌শোরগঞ্জ | প্রকাশিত: ০৯:৫৯ পিএম, ১৪ মে ২০২০

গত এক সপ্তা‌হে কম‌লেও হঠাৎ ক‌রে বে‌ড়ে গে‌ছে কি‌শোরগ‌ঞ্জে ক‌রোনা আক্রান্ত রোগীর সংখ্যা। বৃহস্পতিবার একলা‌ফে নতুন ক‌রে আক্রান্ত হ‌য়ে‌ছেন ১০ জন।

‌জেলার সি‌ভিল সার্জন ডা. মো. মু‌জিবুর রহমান জানান, গত ১১ মে পরীক্ষার জন্য ১৩১ জ‌নের নমুনা পাঠা‌নো হ‌য়ে‌ছিল। বৃহস্প‌তিবার ওই পরীক্ষার ফলাফল পা‌ওয়া যায়। এতে ১০ জন নতুন ক‌রে প‌জিটিভ এসেছে। বাকি ১২১ জন নে‌গে‌টিভ।

নতুন আক্রান্ত‌দের ম‌ধ্যে ৭ জনই ভৈরব উপ‌জেলার। এ সাত জ‌নের ম‌ধ্যে ৬ জনই নারী। বা‌কি ৩ জন সদর, ক‌রিমগঞ্জ ও বা‌জিতপুর উপ‌জেলার। এ নি‌য়ে জেলায় এখন পর্যন্ত আক্রান্ত হ‌য়ে‌ছেন ২০৯ জন। মারা গে‌ছেন ৫ জন।

জানা গে‌ছে, ক‌রোনার হটস্পট জেলা কি‌শোরগ‌ঞ্জে গে‌লো দুই সপ্তা‌হে একের পর এক রোগী সুস্থ হ‌তে থাকায় স্ব‌স্তি এসেছিল। এ সম‌য় সুস্থ হ‌য়ে‌ছেন ১৭৬ জন। ত‌বে গত ১০ মে হাটবাজারগু‌লো‌তে সামা‌জিক দূরত্ব না মেনে এবং কোনো প্রকার স্বাস্থ্য সুরক্ষা ছাড়া বের হন হাজার হাজার মানুষ। এরপর থে‌কেই বাড়‌ছে আক্রা‌ন্তের সংখ্যা।

নূর মোহাম্মদ/এফএ/পিআর