ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

রোগীর স্বজনদের জন্য সেহরি নিয়ে হাসপাতালে আ.লীগ নেতা

জেলা প্রতিনিধি | ব্রাহ্মণবাড়িয়া | প্রকাশিত: ০২:৫৫ এএম, ১৪ মে ২০২০

করোনাভাইরাসের সংক্রমণরোধে চলমান লকডাউনের কারণে দোকানপাটসহ সবকিছু বন্ধ রয়েছে ব্রাহ্মণবাড়িয়ায়। এতে করে জেলা সদর হাসপাতালে আগত রোগীর স্বজনদের সেহরি খাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। আর তাই হাসপাতালে সেহরির খাবার সরবরাহ করছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগের কৃষিবিষয়ক সম্পাদক চৌধুরী আফজাল হোসেন নেসার।

বুধবার (১৩ মে) রাতে সেহরির জন্য খাবার নিয়ে হাসপাতালে হাজির হন এই নেতা। প্রথমদিন ৪৫ জনের মাঝে সেহরির খাবার বিতরণ করা হয়। শেষ রোজা পর্যন্ত চলবে এই সেহরির খাবার বিতরণ কার্যক্রম।

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা আওয়ামী লীগের দফতর সম্পাদক মনির হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তাসলিমা সুলতানা খানম নিশাত ও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ এইচ মাহবুব আলম।

চৌধুরী আফজাল হোসেন নেসার বলেন, দোকানপাট বন্ধ থাকায় রোগীর সঙ্গে থাকা স্বজনরা সেহরির খাবার খেতে সমস্যা হচ্ছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় বাড়ি থেকেও খাবার আনা সম্ভব না। সে জন্য নাম প্রকাশে অনিচ্ছুক এক ব্যক্তি এবং আমি মিলে সেহরি বিতরণের উদ্যোগ নিয়েছি।

তিনি বলেন, আমাদের উদ্দেশ্য হলো দেশের এই ক্রান্তিলগ্নে আমাদের দেখে যেন বিত্তবানরা অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন। কারণ বৈশ্বিক এই দুর্যোগ সবাই মিলে মোকাবিলা করতে হবে।

আজিজুল সঞ্চয়/বিএ