ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ইউএনওর করোনায় কেন্দুয়া উপজেলা পরিষদ ভবন লকডাউন

জেলা প্রতিনিধি | নেত্রকোনা | প্রকাশিত: ০৭:৩৩ পিএম, ১৩ মে ২০২০

নেত্রকোনার কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও কেন্দুয়া থানার ওসি করোনা আক্রান্ত হওয়ায় তাদের সংস্পর্শে আসা পুলিশ ও প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ২৬ জন হোম কোয়ারেন্টাইনে গেছেন। এছাড়াও কেন্দুয়া উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে।

হোম কোয়ারেন্টাইনে যাওয়াদের মধ্যে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১৫ জন এবং উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ ১১ জন রয়েছেন।

কেন্দুয়া উপজেলা সহকারী কমিশনার খবিরুল আহসান জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ বেশ ক’জন করোনা শনাক্ত হওয়ায় উপজেলা পরিষদ ভবন লকডাউন ঘোষণা করা হয়েছে। অতি জরুরি প্রয়োজন হলে সেখানে যাওয়া হবে। এছাড়া তিনিসহ ১১ জন হোম কোয়ারেন্টাইন পালন করছেন।

কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান জানান, তার সংস্পর্শে আসায় পুলিশের বেশ কয়েকজন কর্মকর্তাসহ ১৫ জন হোমকোয়ারেন্টাইন করছেন।

সিভিল সার্জন তাজুল ইসলাম জানান, ১১ এপ্রিল কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আল ইমরান রুহুল ইসলাম, কেন্দুয়া থানার ওসি রাশেদুজ্জামান করোনা আক্রান্ত বলে শনাক্ত হন। তারা তাদের বাসাতেই আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

কামাল হোসাইন/এফএ/পিআর