প্রযুক্তিতে জ্ঞান নেই, সাতক্ষীরায় ভার্চুয়াল আদালত বর্জনের ঘোষণা
করোনাভাইরাস পরিস্থিতিতে সুপ্রিম কোর্টের আদেশে দেশব্যাপী ভার্চুয়াল আদালত পরিচালনার ব্যবস্থা নেয়া হয়েছে। তবে ভার্চুয়াল আদালত বর্জন করেছে সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতি। তারা এ ধরনের কোর্টে অংশ গ্রহণ না করার কথা জানিয়েছেন। বুধবারও (১৩ মে) কোনো আইনজীবী আদালত পরিচালনা কার্যক্রমে অংশগ্রহণ করেননি।
সাতক্ষীরা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউর (এপিপি) শেখ তামিম আহম্মেদ সোহাগ জানান, ভার্চুয়াল আদালত বর্জন করার সিদ্ধান্ত নিয়েছে সাতক্ষীরা আইনজীবী সমিতি। মফস্বল শহরে সকল আইনজীবীদের তথ্য-প্রযুক্তি নির্ভর পর্যাপ্ত জ্ঞান না থাকা, প্রত্যেকের ল্যাপটপ, স্ক্যানার ও প্রিন্টার মেশিন না থাকা, ইন্টারনেট ও ওয়াইফাই লাইন পর্যাপ্ত না থাকায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়।
তিনি বলেন, আমরা চাই সাধারণ আদালত যেভাবে পরিচালিত হয় সেভাবে পরিচালিত হোক। ছুটি শেষ হওয়ার পর নিয়মিত আদালতে আমরা অংশগ্রহণ করবো।
সাতক্ষীরা জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডবোকেট এম.শাহ আলম বলেন, গতকাল (মঙ্গলবার) থেকে ভার্চুয়াল আদালতে অংশগ্রহণের কথা ছিল। তবে আইনজীবীরা ভার্চুয়াল আদালতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত জানিয়েছেন। পরে সম্মিলিতভাবে এ সিদ্ধান্ত জানিয়ে দেয়া হয়েছে। আদালত চালু রয়েছে। তবে কোনো আইনজীবী ভার্চুয়াল আদালত পরিচালনা কার্যক্রমে আজও (বুধবার) অংশগ্রহণ করেননি। ছুটি শেষ হলে নিয়মিত চলা আদালত কার্যক্রমে আইনজীবীরা অংশগ্রহণ করবে।
আকরামুল ইসলাম/আরএআর/এমকেএইচ