ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

বিনা পয়সার বাজার

জেলা প্রতিনিধি | খাগড়াছড়ি | প্রকাশিত: ১০:০৭ পিএম, ১২ মে ২০২০

করোনাভাইরাসের প্রাদুর্ভাবের কারণে পুরো দেশ স্থবির। এ পরিস্থিতিতে ক্ষেতেই নষ্ট হচ্ছে কৃষকের সবজি। এ অবস্থায় খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রেরণা’ বাজার দরে সবজি কিনে পৌঁছে দিচ্ছে নিম্নবিত্ত মানুষের কাছে। তাও আবার বিনা পয়সায়। এতে করে কৃষক যেমন তার সবজি বিক্রি করতে পারছেন তেমনি উপার্জন হারিয়ে কর্মহীন মানুষ বিনা পয়সায় পাচ্ছেন সবজি।

‘আপনার যতটুকু প্রয়োজন ততটুকু নিন, অন্যজনকে নেয়ার সুযোগ করে দিন, একে অন্যের দূরত্ব তিন ফুট বজায় রাখুন’ স্লোগানে মঙ্গলবার (১২ মে) সকাল ৬টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মানিকছড়ির আমতল বাজারের ‘বিনা পয়সার বাজার’ থেকে শতাধিক নারী-পুরুষ চাহিদা অনুযায়ী সবজি নিয়ে যান।

bazer1

দোকানে সাজানো আলু, করলা, বরবটি, চিচিঙ্গা, মরিচ, টমেটো, শসা ও লাউ। সেখান থেকেই বিনা পয়সায় নিজের প্রয়োজনীয় সবজি নিতে পেরে খুশি মানিকছড়ির নিম্নআয়ের কর্মহীন প্রান্তিক জনগোষ্ঠীর লোকজন। এমন উদ্যোগ অব্যাহত রাখার দাবি কর্মহীন মানুষের।

‘প্রেরণা’র সহকারী প্রতিষ্ঠাতা মো. ইমরান হাসান ইমন বলেন, সরকারি নির্দেশনা মানতে গিয়ে কর্মহীন হয়ে পড়েছেন মানুষ। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া শ্রমজীবীরা। আমরা অসহায়-হতদরিদ্র মানুষের কথা চিন্তা করেই এমন উদ্যোগ গ্রহণ করেছি। যাতে করে তাদের প্রয়োজন অনুযায়ী বিনা পয়সায় সবজি নিতে পারেন।

bazer1

ভিন্নধর্মী এমন উদ্যোগের প্রশংসা করে মানিকছড়ি উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মো. আবদুল মান্নান বলেন, আমাদের সমাজে অসংখ্য ধনাঢ্য থাকলেও দেশের ক্লান্তিকালে অসহায়-হতদরিদ্র মানুষের পাশে এসে দাঁড়ানোর মতো মানসিকতা অনেকের তৈরি হয়নি। স্বেচ্ছাসেবী সংগঠন প্রেরণা আমাদের পথ দেখিয়েছে। প্রেরণার উদ্যোগের ফলে নিম্নআয়ের মানুষের সবজি চাহিদা পূরণ হয়েছে। সমাজের বিত্তবানদের এমন উদ্যোগে সহযোগিতার হাত বাড়ানেরও আহ্বান জানাই।

মুজিবুর রহমান ভুইয়া/এএম/এমএস