শিমুলিয়া ঘাটে পারের অপেক্ষায় তিন শতাধিক ছোট গাড়ি
মুন্সিগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ঘাটে যাত্রীদের ভিড় অব্যাহত রয়েছে। বেড়েছে ফেরিতে পার হওয়া যানবাহনের সংখ্যা। সবচেয়ে বেশি বৃদ্ধি পেয়েছে ছোট গাড়ির সংখ্যা। মঙ্গলবার (১২ মে) সকালে শিমুলিয়া-কাঁঠালবাড়ী নৌ রুটের ফেরিগুলোতে এমন দৃশ্য দেখা যায়। এ রুটে দিনে সাতটি ফেরি ও রাতে ১২টি ফেরি চলাচল করছে।
বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) সাফায়েত আহম্মেদ জানান, এখনও ঘাটে কমপক্ষে তিন শতাধিক ছোট গাড়ি ফেরি পারের অপেক্ষায় রয়েছে। গণপরিবিহন বন্ধ থাকায় ছোট গাড়ির সংখ্যা বেড়েছে।
মাওয়া নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. সিরাজুল কবীর জানান, যাত্রীরা নিয়মিত ফেরি দিয়ে পারাপার হচ্ছেন। তাদের মধ্যে বেশির ভাগই ঢাকামুখী। তবে, দক্ষিণবঙ্গের দিকে যাচ্ছে অনেকে। গণপরিবহন বন্ধ থাকায় যাত্রাপথে তাদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে।
ভবতোষ চৌধুরী নুপুর/আরএআর/জেআইএম