ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

গোসাইরহাটে হত্যা মামলার আসামি গুলিবিদ্ধ

প্রকাশিত: ০৩:১৭ পিএম, ১৮ অক্টোবর ২০১৫

শরীয়তপুরের গোসাইরহাট উপজেলার মাছুয়া খালী গ্রামে মোতালেব উকিল (৫৫) নামে এক ব্যক্তিকে গুলি করেছে দুর্বৃরা।

ওই ব্যক্তি আওয়ামী লীগ নেতা বিএম খালেক হত্যা মামলার আসামি। রোববার ভোর সাড়ে পাঁচটার দিকে দুর্বৃত্তরা তাকে গুলি করে পালিয়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করলেও পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

গোসাইরহাট থানা ও স্থানীয় সূত্রে জানা যায়, গোসাইরহাট উপজেলার মাছুয়া খালী গ্রামের আব্দুর রহিম উকিলের ছেলে মোতালেব উকিল (৫৫) রোববার ভোরে ফজরের নামাজ আদায় করতে নিজ বাড়ি থেকে মসজিদে যাওয়ার পথে দুর্বৃত্তরা তাকে লক্ষ করে গুলি ছোড়ে। তার বাম হাতের বাহুতে দুটি ও কোমড়ে একটি গুলিবিদ্ধ হয়। স্থানীয়রা উদ্ধার করে তাকে সদর হাসপাতালে নিয়ে আসে। তার কোমড়ের গুলি চিকিৎসকরা বের করতে না পেরে ঢাকা তাকে মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়। বিকেল ৩টার দিকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানো হয়।

২০০৪ সালের ১৯ ফেব্রুয়ারী স্থানীয় আওয়ামী লীগ নেতা বিএম খালেককে হত্যা করে সন্ত্রাসীরা । মোতালেব উকিল ওই হত্যা মামলার আসামি।

সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোতালেব উকিল বলেন, দুইজন ব্যক্তি মোটরসাইকেল যোগে আমার গতিরোধ করে গুলি চালায়। তাদের আমি চিনতে পারিনি। কেন তারা গুলি করে পালিয়েছে তা বলতে পারি না। আমার বিরুদ্ধে দায়ের করা মামলায় আমি জামিনে রয়েছি।

শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা শেখ মোস্তফা খোকন বলেন, ওই ব্যক্তির শরীরে তিনটি গুলি বিদ্ধ হয়েছে। দুটি গুলি বাম হাতের বাহু ভেদ করে বের হয়ে যায়। কোমড়ের হারের ভিতরে একটি গুলি রয়ে গেছে। অস্ত্রপাচার করে তা বের করতে হবে। তাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেয়া হয়েছে।

গোসাইরহাট থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোফাজ্জল হোসেন বলেন, কারা কি উদ্দেশ্যে ওই ব্যক্তিকে গুলি করেছে তা তদন্ত করা হচ্ছে। সে হত্যা মামলাস সহ কয়েকটি মামলার আসামি।

ছগির হোসেন/এমএএস/আরআইপি