ভেড়া না পেয়ে প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর আ.লীগ নেতার হামলা
সিলেট ছাগল উন্নয়ন খামারে প্রজননের জন্য আনা উন্নতজাতের একটি ভেড়া (পাঠা) খাওয়ার জন্য বিনামূল্যে না দেয়ায় জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ নেতাকর্মীরা। আওয়ামী লীগ নেতা রনজিত সরকারের নেতৃত্বে এ হামলা চালানো হয় বলে অভিযোগ পাওয়া গেছে। আহতাবস্থায় ওই কর্মকর্তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে নগরের টিলাগড় এলাকায় প্রাণিসম্পদ অধিদফতর সিলেট বিভাগীয় উপ-পরিচালকের কার্যালয়ে হামলার ঘটনা ঘটে।
জানা গেছে, আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার একটা ভেড়া (পাঠা) নিয়ে যাওয়ার জন্য নিজের অনুসারীদের পাঠিয়েছিলেন বিভাগীয় প্রাণিসম্পদ কার্যালয়ে। কিন্তু সেখানকার কর্মকর্তারা খাওয়ার জন্য ভেড়া না দেয়ায় রনজিত সরকারের নেতৃত্বে তার অনুসারীরা হামলা চালান প্রাণিসম্পদ কর্মকর্তার ওপর। এতে আহত হন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা (ডিএলও) কাজী আশরাফুল ইসলাম। তাকে ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদফতরের উপ-পরিচালক আমিনুল ইসলাম জানান, দুপুরে সিলেট জেলা আওয়ামী লীগের সাবেক যুব ক্রীড়া বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রনজিত সরকারের অনুসারীরা প্রাণিসম্পদ কার্যালয়ে যান। এ সময় রনজিতের খাওয়ার জন্য প্রজননের জন্য আনা একটি ভেড়া দিতে বলেন।
এ সময় প্রজননের জন্য ব্যবহৃত এসব ‘পাঠা’ খাওয়ার জন্য দেয়া যাবে না বলে জানান তিনি। এতে ক্ষুব্দ হয়ে ওই ছাত্রলীগ নেতা ফোনে কয়েকজনের সঙ্গে কথা বলেন। কিছু সময়ের মধ্যে ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও আওয়ামী লীগ নেতা রনজিত সরকার সেখানে যান। তারা চরম দুর্ব্যবহার শুরু করেন। এর প্রতিবাদ করলে রনজিত সরকারের নেতৃত্বে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা কাজী আশরাফের ওপর হামলা চালান ছাত্রলীগ নেতাকর্মীরা। তাকে মারধর করে গুরুতর আহত করেন। পরে তাকে চিকিৎসার জন্য ওসমানী হাসপাতালে পাঠানো হয়।
সিলেট মহানগর পুলিশের শাহপরাণ থানার ওসি আবদুল কাইয়ূম জানান, সরকারি খামারের ভেড়া (পাঠা) না পেয়ে একদল যুবক প্রাণিসম্পদ অফিসে গিয়ে জেলা প্রাণিসম্পদ কর্মকর্তাকে মারধর করেছে। এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেয়া হবে। তবে মারধরকারীদের পরিচয় জানাতে পারেননি ওসি।
এ ব্যাপারে আওয়ামী লীগ নেতা অ্যাডভোকেট রনজিত সরকার বলেন, ‘ছাত্রলীগের কিছু নেতাকর্মীর সঙ্গে সমস্যা হয়েছে শুনে আমি সেখানে গিয়েছিলাম।’
ভেড়া আনতে পাঠানোর বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘আমি এরকম লোক?’
ছামির মাহমুদ/এফএ/এমএস