সিলেটে করোনাজয় করে বাড়ি ফিরলেন আরও তিনজন
সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন এক নারীসহ আরও তিনজন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাসায় ফিরে গেছেন। সোমবার (১১ মে) দুপুরে হাসপাতাল থেকে তাদের ছাড়পত্র দেয়া হয়েছে। এছাড়া করোনা সন্দেহে শামসুদ্দিন হাসপাতালে ভর্তি থাকা আরও একজন নারীকেও ছাড়পত্র দেয়া হয়েছে।
এসব তথ্য নিশ্চিত করেছেন শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) সুশান্ত কুমার মহাপাত্র। তিনি বলেন, সোমবার দুপুরে শামসুদ্দিন হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়ে ওঠা তিনজন রোগীকে ছাড়পত্র দেয়া হয়েছে। তারা তিনজনই পুরুষ।
এর আগে বুধবার (০৬ মে) হাসপাতাল থেকে সিলেটে প্রথম দফায় পাঁচজন করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফেরেন। এরপর ৯ মে শনিবার আরও চারজন কোভিড-১৯ জয় করা রোগীকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেয়া হয়। এ নিয়ে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে চিকিৎসা নিয়ে বাড়ি ফিরলেন ১২ জন। আর পুরো সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছেন মোট ২৬ জন।
ছামির মাহমুদ/এএম/পিআর