ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

ফেনীতে চিকিৎসকসহ আরও ৮ জন করোনা আক্রান্ত

জেলা প্রতিনিধি | ফেনী | প্রকাশিত: ০১:৩২ এএম, ১১ মে ২০২০

ফেনীতে চিকিৎসকসহ আরও ৮ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে। রোববার (১০ মে) রাতে সিভিল সার্জন ডা. সাজ্জাদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, আক্রান্তদের মধ্যে একজন স্বাস্থ্য কর্মকর্তা, একজন মেডিকেল অফিসার ও বাকিরা স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী। আক্রান্তদের ফেনী ট্রমা সেন্টারে নাকি বাসায় চিকিৎসা দেয়া হবে সেটি পরে জানানো হবে।

ডা. সাজ্জাদ হোসেন আরও জানান, রাতে চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে নমুনা পরীক্ষায় ৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। জেলায় এ পর্যন্ত ৬৬৬ জনের করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হয়েছে। বিআইটিআইডি ও ভেটেরিনারি থেকে ৪১১ জনের নমুনা প্রতিবেদন আসে।

ফেনীতে চিকিৎসকসহ এখন পর্যন্ত ১৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। তাদের মধ্যে ৮ জন স্বাস্থ্য বিভাগের, অন্যদের মধ্যে ছাগলনাইয়ায় দুইজন, দাগভূঞায় তিনজন, সোনাগাজীতে একজন ও ফুলগাজীতে একজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া গেছে। এছাড়া তাদের মধ্যে ফেনী ট্রমা সেন্টার থেকে দুজন ছাড়পত্র পেয়েছেন।

রাশেদুল হাসান/এমএসএইচ