ভিডিও EN
  1. Home/
  2. দেশজুড়ে

প্রথম টেস্টে করোনা পজিটিভ, দ্বিতীয় টেস্টে নেগেটিভ!

জেলা প্রতিনিধি | রাঙ্গামাটি | প্রকাশিত: ০৫:১৭ পিএম, ১০ মে ২০২০

গত ৬ মে রাঙ্গামাটিতে যে চারজনের করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ এসেছিল তাদের মধ্যে দুইজনের পুনরায় নমুনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট এসেছে। রোববার চট্টগ্রাম থেকে পাঠানো দ্বিতীয়বারের নমুনা পরীক্ষার রিপোর্ট নেগেটিভ এসেছে তাদের।

এরা হলেন- রাঙ্গামাটি সদর হাসপাতালের দায়িত্বরত সিনিয়র নার্স (৩৮) ও শহরের মোল্লাপাড়ার বাসিন্দা (৫০)।

তবে পজিটিভ আসা বাকি দুইজনের রিপোর্ট আজ আসেনি। এর আগে পজিটিভি রিপোর্ট আসা ওই নার্সের সংস্পর্শে যাওয়া ৯ জন ডাক্তার ও নার্সের যে নমুনা পাঠানো হয়েছিল সেগুলোও নেগেটিভ এসেছে বলে নিশ্চিত করেছেন রাঙ্গামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইনচার্জ ডা. মোস্তফা কামাল।

ডা. মোস্তফা কামাল জানিয়েছেন, আজ রোববার পর্যন্ত আমরা যে ৪৬১টি নমুনা সংগ্রহ করে পাঠিয়েছি তার মধ্যে ২৭৭টির ফলাফল এসেছে। চারটি ছাড়া সবই নেগেটিভ ছিল। তবে এই চারটির মধ্যে দুইটি আজ নেগেটিভ এসেছে। পজিটিভ আসা বাকি দুইটির ফলাফল এখনও হাতে পাইনি আমরা।

ডা. মোস্তফা আরও জানিয়েছেন, হাসপাতালের ৯ চিকিৎসক ও নার্সের রিপোর্ট নেগেটিভ আসাটা আমাদের জন্য ভালো খবর। এটা নিয়ে আমরা উদ্বিগ্ন ছিলাম। তবে প্রথমবার পজিটিভ আসা নার্সের রিপোর্ট এবার নেগেটিভ এলেও আমরা তার তৃতীয় রিপোর্টের জন্য অপেক্ষা করব।

সাইফুল উদ্দিন/এফএ/এমএস